
আছসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা? নিশ্চই মহান আল্লাহতালার রমহমতে ভালো আছেন।

এডসেন্স প্রত্যকটা ব্লগারের স্বপ্ন। আমাদের সাটেই যখন এডসেন্স এপ্রুভ হয় তখন একটা সমস্যা দেখা দেয়। বিশেষ করে ব্লগার দের।
সমস্যাটা এরকম-

এই সমস্যাটা দেখা দেয় সাধারনত আপনার ব্লগারে ads.txt file টি সাবমিট না থাকায়। তো এটা কিভবাবে সমাধান করবো। চলুন শুরু করি-
প্রথমে আপনার পাবলিশার আইডিটি জেনে নিন। এডসেন্সে এপ্লাই করার পর আপনাকে একটা পাবলিশার আইডি দিয়ে থাকে।
google.com, pub-0000000000, DIRECT, f08c47fec0942fa0
0000 এর জায়গায় আপনার পাবলিশার আইডিটি দেন। এবার ওটা সম্পুর্ন কপি করুন।
এবার আপনার ব্লগারের সেটিং এ যান। নিচের স্কিনশটের মতো খুজে বের করুন।

আন চেক থাকলে চেক দিন।
এবার Custom ads.txt এ ক্লিক করুন।


এই বক্সে আপনার কপি করা কডটা এখানে পেস্ট করে সেভ করুন। ব্যস আপনার কাজ শেষ, এখন আপনাকে অপেক্ষা করতে হবে। ২৪ ঘন্টা অথবা সর্বচ্চো ২ দিন লাগতে পারে।
কোন সমস্যা হলে কমেন্ট করুন।
নিজেরা ভালো থাকি, অপরকে ভালো রাখি