
আছসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা? নিশ্চই মহান আল্লাহতালার রহমতে ভালো আছেন।

আমরা অনেক সাইটে লক্ষ করেছি তাদের ডোমেইন নামটি theme.domain name.com এরকম থাকে। অনেকের মনে প্রশ্ন জাগে, এটা কিভাবে করে? মইন ডোমেইনের সাথে অন্য নাম কিভাবে যোগ করলো?
এসকল প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের জন্য আজকের পোস্ট। চলুন আসল কাজে লেগে পড়ি-
theme.domain name.com এখানে theme. টি হলো মেইন ডোমেইনের সাব ডেমেইন। সাব ডোমেইন ব্লগারে এড করা খুবিই সহজ।
প্রথমে আপনার ব্লগারের সেটিং অপশনে যান। ডোমেইন এড করার জন্য custom domain এ ক্লিক করুন।

আপনি যে নামটি দিতে চান সেটি দিন। তারপর ডট দিয়ে মেইন ডোমেইনটি দিন। এবার সেভ করু।
এখন আপনার domain control penal এর Dns গিয়ে নতুন একটা Cname এড করুন। প্রথম ঘরে সাবডোমেইনের নামটি দিন। তারপর নিচের ঘরে ghs.google.com দিয়ে সেভ করুন। ব্যস আপনার কাজ শেষ। কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর আপনার সাইটটি ভিজিট করুন।
কোন সমস্য হলে কমেন্ট করুন
নিজে ভালো থাকি, অপরকে ভালো রাখি