
আছসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা? নিশ্চই মহান আল্লাহতালার রহমতে ভালো আছেন।
বেকারত্ব একটি দেশের অভিশাপ। অনেকের যোগ্যতা থাকা সত্ত্বেও সঠিক চাকরি খুজে পায় না বা [খাটি বাংলায় যাকে বলে “ভাগ্যে মিলে না”] আমরা যারা ছাত্র এখনো পড়াশুনা করছি তারা একটা চাপের মধ্যে থাকে [বিশেষ করে SSC COMPLETE করার পর বিষয়টা বুঝা যায়] অনেকেই তো ছাত্র বয়সে টিউশানি করায় পকেট খরচের জন্য। আবার অনলাইনের পিছনে দৌড়ায় [বিশেষ করে ইউটিউবার + টাকা ইনকামের জন্য] কেও এই যাত্রাই সফল হয় আবার কেও হতাসা নিয়ে মাঝ পথ থেকে সরে যায় [আমার বাস্তব দেখা] বিশেষ করে আমিও এই পথের পথিক ছিলাম এক সময়। [এক দিন আমার জিবন গল্প সেয়ার করবো]
আপনারা তো টাইটেল দেখে এই পোস্টটি পরতে এসেছেন। আমি কেন এতো কথা বললাম?
আমার এই কথা গুলো বলার একটাই কারন আপনাদের জন্য কিছু করা বা এমন টিপস্ সেয়ার করা যাতে করে আপনাদের উপকার হয়। আজকে আমরা একটা মোবাইল এপ সম্পর্কে বিস্তারিত জানবো এবং এখান থেকে কিভাবে পকেট খরচ তুলবো সেই সম্পর্কেও জানবো। তাহলে চলুন মূল পোস্টে চলে যায়-
ClipClaps Android Application কি?
ClipClaps হলো একটি Social Network [Youtube এর মতো] Youtube যেমন Channel খুলে মনিটাইজ পাওয়ার পর ইনকাম শুরু হয় তার থিক বিপরীত এই এপ। এই এপে আপনাকে ভিডিও দেখার জন্য কয়েন টিপস্ দিবে যা ভাঙিয়ে ডলারে রূপান্তর করা যাবে।
কি কি কাজ করা যাবে?
- ভিডিও দেখা [ইউটিউবের মতো ভিডিও দেখলে কয়েন আর্ন করা যায়]
- ভিডিও আপলোড করে [ইউটিউব যেমন ৪ হাজার ঘন্টা ওয়াচটাইম এবং ১০০০ Subscribe হওয়ার পর একটি Channel মানিটাইজ পাওয়ার যোগ্য হয় এবং সব থিক থাকলে ইনকাম শুরু হয়। কিন্তুু ClipClaps এপে এমন কোন নিয়ম নেই। নতুন একাউন খুলার পর সর্বোচ্চ ৭ দিন অপেক্ষা করলে ভিডিও আপলোডের অপশন চালু হয়। ভিডিও আপলোড করার পর ৭২ ঘন্টার মধ্যে এডমিন মডারেটরেরা ভিডিওটি পাবলিক করে দেন। তার পর প্রতি লাইকের জন্য ১ কয়েন করে আর্ন হয়]
- গেম খেলে [শুনতে অবাক লাগেও বর্তমানের অনেক ছেলে-মেয়ে পাবজির মতো বড় বড় গেম খেলে অনেক টাকা আয় করছে। কিন্তুু এই এপে ছোট ছোট গেম খেলে কয়েন আর্ন করা যায়।
সার্ভে করে ইনকাম করা যায়।
আরো অনেক ফিচার আছে এপটি ব্যবহার করলে ধারনা পাবেন। আমি আপনাদের ছোট্ট একটা ধারনা দেওয়ার চেষ্টা করছি। এবার চলুন আমরা এপটাতে একটা একাউন খুলবো এবং ইনকামের অপশন গুলো দেখবো সাথে প্রেইমেন্ট প্রুফ।
এপটাতে একাউন্ট করতে হলে প্রথমে Clipclaps App ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
এখন এপ ওপেন করুন। ওপেন করার পর নিচের মতো ইন্টারফেস দেখতে পারবেন।

একাউন ৩ ভাবে করা যাবে- ১ জিমেল দিয়ে, ২ ফেসবুক দিয়ে, ৩ নাম্বার দিয়ে। এবার আপনি কোন মাধ্যমে একাউন্ট করবেন? ডিসিশন আপনার-
আমি জিমেল দিয়ে করলাম এবং Continue তে ক্লিক করলাম
এবার নিচের মতো স্কিনশট দেখতে পারবেন।

এখানে আপনার নাম, জেন্ডার, এবং একটা ছবি সেট করতে হবে। সেট করা হলে NEXT এ ক্লিক করুন।
তারপর নিচের স্কিনশটের মতো ইন্টারফেস পাবেন।

এখানে আপনাকে একটা Redeem Code দিতে বলতেছে। এই Redeem Code: 3549604496 টি দিবেন। তারপর REDEEM REDWARDS এ ক্লিক করবেন।

এখানে আপনাকে 0.20$ সেন্ট ফ্রি দিয়েছে। তার পর Continue তে ক্লিক করুন।

এখানে আপনাকে প্লে আইকনে ক্লিক করে ভিডিওটি প্লে করতে হবে।

Congratulations আপনি ১ ডলার ফ্রি পেয়েছেন। ফ্রি পাওয়ার জন্য REWARD এ ক্লিক করে উপরে বাক্সের মতো একটা আইকন আছে ওটাতে ক্লিক করবেন। তারপর একনাগারে ৬-৭ বার স্কিনে টাচ করবেন। এবার একটু নিচে এসে দেখবেন আপনার জন্য একটা কার্ড এভেইলেবল হয়ছে। যাস্টা ওটাতে ক্লিক করে যেকোন একটা ছবির উপরে ক্লিক করুন ব্যাস আপনি ১$ পেয়ে জাবেন।
এই এপে কি কি কাজ আছে সেই সম্পর্কে উপরে বলেছি। এখন শুধু স্কিনশট গুলো দেখুন।



কত ডলার হলে Withdraw করতে পারবো?


0.10$ সেন্ট হলে পেইপালে Withdraw করতে পারবেন। পেইপাল ছাড়া মোবাইল রিচার্জের মাধ্যেমেও Withdraw করতে পারবেন।
প্রেইমেন্ট প্রুফ:

এই এপ সম্পর্কে ইউটিউবে একটু ঘাটাঘাটি করে দেখুন অহরহ পেইমেন্ট প্রুফ পাবেন। আমি সুধু 0.10 $ সেন্ট Withdraw করে পরিক্ষা করেছি।
আমি আসাকরবো আপনারা এই এপে কাজ করবেন। আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন।
পরিশেষে একটাই কথা বলবো : নিজে ভালো থাকি, অপরকে ভালো রাখি।