
অ্যাডবি ফটোশপ গ্রাফিক্স ডিজাইনের আমুল পরিবর্তন করে দিয়েছে। ইতিহাস বলতেগেলে অনেক লম্বা পোস্ট হয়ে যাবে। সময়টা ১৯৮৭ সাল থমাস নল নামের একজন গ্রাফিক্স ডিজাইন এপ্লিকেশন ডেভলপ করেন। পরবর্তীতে তার ভাই জন নলের সহযোগীতায় ফটো ইডিটিং করার জন্য Image pro নামের প্রোগ্রাম তৈরি করে। কপিরাইটের সমস্যার কারনে নাম বদলে ফটোশপ রাখে। ১৯৮৮ সালে অ্যাডোবি প্রোগ্রামটি ক্রয় করে প্রথম ভার্সন ফটোশপ ০.৭ বাজারজাত করে। এভাবেই ফটোশপের আবির্ভাব হয়। শুরুতেই ফটোশপ কম্পিউটারের উপযোগী করে ডেভেলপ করে।
স্মার্ট ফোনের যুগে অ্যাডোবি ফটোশপ সম্পর্ন আনতে পারে নাই। তবে প্লেস্টোরে ফটোশপ নামের একটা এপ্লিকেশন অ্যাডোবি পাবলিশ করছে তবে এই এপ্লিকেশনে সম্পর্ন ফটোশপ নাই।
আমরা যারা স্মার্ট ফোন ব্যবহার করি তারা কিভাবে ফটোশপ ব্যবহার করবো?
প্রশ্নটা অনেক কঠিন কিন্তুু আশাকরি অ্যাডোবি এই দিকটা বিবেচনা করে মোবাইলের জন্য সম্পর্ন ফটোশপ নিয়ে আসবে।
একটা সুখবর আছে! মোবাইলেও সম্পর্ন ফটোশপ ব্যবহার কারর বিকল্প উপায় আছে। আমরা আজ বিকল্প উপায় নিয়ে আলোচনা করবো।
Photopea একটি অনলাইন ফটোশপ টুল। যেকোন ডিভাইস থেকে ফটোশপের সকল কাজ কারা যাবে এই টুল দিয়ে। প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর গ্যালারি অথবা অনলাইন থেকে ছবি সিলেক্ট করে ইডিট করুন। ফটোশপের সকল অপশন এখানে আছে। psd file ইডিট করতে পারবেন।
আশাকরি এই পোস্টি আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।